পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে পশ্চিম বর্ধমান জেলা তথা রাজ্যে যে অশান্তি ও সন্ত্রাসের পরিবেশ তৈরি হয়েছিল, তাতে বিরোধীরা বিভিন্ন জায়গায় মনোনয়ন জমা দিতে পারেনি বলে অভিযোগ তোলে বিরোধীরা৷ পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী ও তাঁদের প্রার্থী ও কর্মীদের নিরাপত্তার দাবিতে আসানসোলে অবস্থান বিক্ষোভে বসলেন বিজেপি নেতা-কর্মীরা।

বিজেপির আসানসোল জেলা কমিটির পক্ষ থেকে বুধবার কোর্ট মোড়ে এক অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়৷ জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই বলেন, অবাধ ও সুষ্ঠ পঞ্চায়েত নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনীর দাবি রাখছেন৷ আসলে তৃণমূল জেনে গেছে অবাধ নির্বাচন হলে তারা বিজেপির কাছে হেরে যাবে৷ তাই তারা জেলা ও রাজ্য জুড়ে সন্ত্রাসের বাতাবরণ বজায় রাখতে চাইছে৷ রাজ্যে উন্নয়নের দাবি করা হলেও প্রকৃত উন্নয়ন হয়নি৷ তাই জনগণকে ভয় পাওয়াতে সন্ত্রাসকে হাতিয়ার করেছে তৃণমূল৷

Like Us On Facebook