পরকীয়ার জেরে স্ত্রী ও স্ত্রীর প্রেমিককে এক দড়িতে বাঁধলেন স্বামী। বৃহস্পতিবার রাত থেকে বেঁধে রাখা হয় তৃণমূলের স্থানীয় নেতা সহ ওই মহিলাকে। পাহারায় রয়েছেন মহিলার স্বামী। তাঁর দাবি, স্ত্রীকে বিয়ে করতে হবে ওই ব্যক্তিকে, সেইসঙ্গে নিতে হবে তাঁর তিন সন্তানের ভরণপোষণের দায়িত্ব। পূর্ব বর্ধমানের আউশগ্রামের বেলাড়ি গ্রামের ঘটনা।
অভিযোগ, স্ত্রীর সঙ্গে এলাকার তৃণমূল নেতা জয়দীপ পালের বিবাহ বর্হিভূত সম্পর্কের কথা বরাবর শুনে আসছিলেন মনোজ টুডু। বৃহস্পতিবার বিকেলে তিনি কাজে বের হন। কাজের জন্য রাতে বাইরে থাকবেন বলে স্ত্রীকে জানিয়ে গিয়েছিলেন মনোজ টুডু। কিন্তু কাজ না হওয়ায় সাড়ে সাতটা নাগাদ বাড়ি ফিরে আসেন তিনি। বাড়িতে স্ত্রীকে জয়দীপের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এরপরই পড়শিদের ডেকে এনে দু’জনকে দড়িতে বেঁধে ফেলেন তিনি। সকাল থেকে ঘটনা চাক্ষুষ করতে ভিড় জমে এলাকায়।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?