স্বপ্ল সময়ের মধ্যে আবাসন খালি করার নির্দেশে বিপাকে বিসিসিএলের দামাগড়িয়া কোলিয়ারির আবাসিক ১৬০টি পরিবার। ১৫ দিনের মধ্যে ঘর খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। অসহায় পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। শুক্রবার থেকে কোলিয়ারির এজেন্ট অফিসের সামনে ধর্নায় বসেছে পরিবারগুলি।
শুক্রবার দামাগড়িয়া এজেন্ট অফিসের সামনে প্রায় ১৬০টি পরিবার তৃণমূল কংগ্রেস কর্মীদের নেতৃত্বে ধর্ণায় বসেন। তৃণমূল নেতা বিশ্বজিৎ চ্যাটার্জী বলেন, দুদিন আগে হঠাৎ করে কোন নোটিস ছাড়াই দেওয়ালে পোস্টার সাঁটিয়ে তড়িঘড়ি ঘর খালি করার নির্দেশ দেওয়া হয়। তিনি আরও বলেন, বর্ষায় মানুষ কোথায় যাবে? আবাসন খালি করার জন্য সময় দিতে হবে আবাসিকদের। ওই সব পরিবারগুলি দীর্ঘদিন ধরে ওই আবাসনেই আছেন। এদিকে, কোলিয়ারি কর্তৃপক্ষের দাবি, ওইসব আবাসনে অবৈধভাবে বাস করছেন কিছু পরিবার। কোলিয়ারি সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আবাসনগুলির কাছাকাছি ব্লাস্টিং করা হবে। ফলে আবাসনগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে। আবাসনগুলি খালি করে দিলে সেগুলি ভেঙে দেওয়া হবে। তারপর পাশাপাশি এলাকায় কয়লা উত্তোলন শুরু হবে।