সবই যখন দুয়ারে মিলছে তখন পেট্রোল ও ডিজেলই বা বাকি থাকে কেন। কয়েকদিন ধরেই রায়না সহ দক্ষিণ দামোদরের বিভিন্ন এলাকায় একপ্রকার বাড়ির সামনেই মিলছিল ডিজেল। বাড়ির দুয়ারেই চলতা ফিরতা আস্ত পেট্রোল পাম্প। গাড়ির উপরই ফিট করা ট্যাঙ্ক, নজেল, পাম্প ও মিটার বক্স। যে গাড়ি এক প্রকার হাঁক দিয়ে যায় ডিজেল লাগবে? বাড়ির সামনে কিছুটা কম দামে পেয়ে কেনেনও অনেকে।
এপর্যন্ত ঠিকই ছিল। কিন্তু কাল হল পুলিশ বিষয়টি নিয়ে খোঁজখবর করতেই। কম দামে কোন রকম নিরাপত্তার তোয়াক্কা না করে বাড়ির সামনে কিভাবে বিক্রি হচ্ছে ডিজেলের মতো এই অত্যধিক জ্বলনশীল তরল? রায়নার সুকুরে গাড়ি আটকে তদন্তে নামতেই উঠে আসে এক বড়সড় তেল কাটিং চক্রের। এরপরই জিজ্ঞাসাবাদ করে রায়না থানার পুলিশ গ্রেফতার করে ২ জনকে। বাজেয়াপ্ত করা হয় ধৃতদের ব্যবহৃত গাড়ি ও প্রায় ৩০০ লিটার ডিজেল। ধৃত সাইফুদ্দিন মন্ডল ওরফে সাহেবের বাড়ি রায়নার বাঁধগাছায় ও সেখ হিরুর বাড়ি বেলসর এলাকায়। মঙ্গলবার ধৃতদের বর্ধমান আদালতে তোলা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বিভিন্ন সময় জাতীয় সড়কের উপর থেকে অয়েল ট্যাঙ্ক থেকে তেল কাটিং করে বিক্রি করত অভিযুক্তরা। যেখানে নিরাপত্তার তোয়াক্কাও করা হত না। ধৃতদের বিরুদ্ধে ৩৭৯, ৪১১, ৪২০ ,১২০বি এবং অত্যাবশকীয় পণ্য আইনের ৭ এর ১ ও ২ ধারায় মামলা রুজু করা হয়েছে।