আসানসোলে ইসিএলের ভানোরা খোলামুখ খনি থেকে অবৈধ ভাবে কয়লা কাটতে গিয়ে মৃত তিন, আরও তিন জন ধসে চাপা পড়ে আছে বলে অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ভানোরা খোলামুখ খনিতে প্রতিদিনের মত শুক্রবারও চলছিল অবৈধভাবে কয়লা তোলার কাজ। অবৈজ্ঞানিক পদ্ধতিতে কয়লা তোলার ফলে এদিন ভোরের দিকে হঠাৎ করে খনিতে ধস নামে। সেই সময় বেশ কয়েকজন খনির মধ্যে কয়লা কাটার কাজে ব্যস্ত ছিল। তাঁরা সকলেই ধসে চাপা পড়ে যান। কাজল বাউরি, গোবিন্দ মুর্মু ও নারায়ণ তুরি নামে তিন জনের দেহ খনি থেকে স্থানীয় মানুষরা উদ্ধার করে। খনিতে আরও তিনজন ধসে চাপা পড়ে আছে বলে আশঙ্কা করছেন স্থানীয় মানুষজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং মৃতদের দেহগুলি তাঁদের বাড়ি থেকে নিয়ে ময়নাতদন্তের জন্য পাঠায়।
Like Us On Facebook