বর্ধমান শহরের লোকো বাজার দূর্গা মন্দির সংলগ্ন এলাকায় অবৈধ চোলাইয়ের ঠেক থেকে পথ চলতি মহিলাদের কটুক্তি করা হত নিয়মিত। প্রতিবাদ করলে দেওয়া হত হুমকি। মদ্যপদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে শেষমেশ স্থানীয়রা সমগ্র বিষয়টা জানান স্থানীয় কাউন্সিলর সৈয়দ মহম্মদ সেলিমকে।

রবিবার রাতে কাউন্সিলর মহম্মদ সেলিমের উপস্থিতিতে স্থানীয় মানুষ একজোট হয়ে ভেঙে গুঁড়িয়ে দিলেন চোলাইয়ের ঠেক। পুড়িয়ে নষ্ট করে দেওয়া হয় প্রায় শতাধিক লিটার চোলাই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বর্ধমান থানার পুলিশ। পুলিশ অবৈধভাবে মদ বিক্রির অভিযোগে শঙ্করদাস নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।আটক করা হয় প্রচুর পরিমাণে দেশী ও বিদেশী মদ।

Like Us On Facebook