পূর্ব বর্ধমান জেলা দুর্নীতিদমন শাখার হানা বেআইনী কেরোসিন কারবারীর গুদামে। বাজেয়াপ্ত ৩৯ ড্রাম কেরোসিন। ঘটনায় আটক ৭।

জানা গেছে, গোপন সূত্রে পূর্ব বর্ধমান জেলা দুর্নীতিদমন শাখার আধিকারিকরা খবর পায় শক্তিগড়ে বেআইনী কেরোসিন কারবারের। এরপর বৃহস্পতিবার জেলা দুর্নীতিদমন শাখার আধিকারিকরা শক্তিগড়ের তিনটি এলাকায় হানা দেয়। বাজেয়াপ্ত করে ৩৯ ড্রাম কেরোসিন। যার বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা। ঘটনায় জড়িত থাকার আভিযোগে সাত জনকে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, বিনা লাইসেন্সে নীল কেরোসিন মজুত করে ব্যবসা চালাচ্ছিল শক্তিগড় এলাকার তিনজন ব্যাক্তি। গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার অভিযানে নামে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ।


Like Us On Facebook