ভ্যাকসিনের বিষক্রিয়ায় কাঁকসার সিলামপুরের ঘোষ পাড়ায় গরুর মৃত্যু মিছিলের জন্য কাঁকসার ব্লক উন্নয়ন আধিকারিক অরবিন্দ বিশ্বাস কার্যত এলাকার মানুষের অসচেতনতাকেই দায়ী করলেন। অরবিন্দবাবুর দাবি গ্রামের মানুষের জন্য পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে ভ্যাকসিন দেওয়া সহ সমস্ত সুচিকিৎসার ব্যবস্থা রয়েছে। এরপরও যদি গ্রামের মানুষ কোয়াক ডাক্তারের শরণাপন্ন হয়ে ভ্যাকসিন দেয় তো সেটা আমাদের দুর্ভাগ্য ছাড়া কিছু নয়।
এদিকে মঙ্গলবার সিলামপুরের ঘোষ পাড়ায় আর নতুন করে গরু মৃত্যুর কোন খবর নেই। প্রশাসনের পক্ষ থেকে গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। মৃত্যুর সঠিক কারণ খুঁজতে প্রশাসনের পক্ষ থেকে মৃত গরুগুলির রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানা গেছে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কর্মীরা অসুস্থ গরুগুলির চিকিৎসা শুরু করেছেন। কাঁকসার ব্লক উন্নয়ন আধিকারিক অরবিন্দ বিশ্বাস বলেন, ময়না তদন্তের রিপোর্ট এলে গরুগুলির মৃত্যুর কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।