.

শুক্রবার ভোরের আলো ফুটতেই পানাগড় সেনা ছাউনি থেকে ভারতীয় সেনাবাহিনীর গাড়িতে শহীদ রাজেশ ওরাং-এর কফিদবন্দি দেহ বীরভূমের মহম্মদ বাজার থানার বেলগড়িয়ার উদ্দেশ্যে রওনা দেয়। বেলগড়িয়া গ্রামে শহীদ সেনা জওয়ান রাজেশ ওরাং-এর বাড়ি। সেখানে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সেনাবাহিনীর আধিকারিকদের তত্বাবধানে রাজেশের অন্ত্যেষ্টি সম্পন্ন হয়। রাজেশের দেহ বেলগড়িয়া গ্রামে পৌঁছতেই মানুষের ঢল নামে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে। বৃহস্পতিবার রাতে রাজেশের কফিনবন্দি মরদেহ বায়ুসেনার বিশেষ বিমানে পানাগড় সেনা ছাউনিতে এসে পৌঁছায়। রাতে পানাগড় সেনা হাসপাতালে রাজেশের মরদেহ রাখা হয়। শুক্রবার ভোরের আলো ফুটতেই বীরভূমে রাজেশের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় সেনাবাহিনীর গাড়ি। উল্লেখ্য, ১৫ জুন লাদাখের গলওয়ান উপত্যকায় চীনা সেনাবাহিনীর হামলায় শহীদ হন ভারতীয় সেনাবাহিনীর জওয়ান রাজেশ ওরাং।

Like Us On Facebook