.

২৫ ডিসেম্বর উপলক্ষে আসানসোলে চার্চকে আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে। বড়দিন উপলক্ষে মঙ্গলবার আসানসোল চার্চের সামনে মানুষের ঢল নামল। রাতে বিশেষ প্রার্থনার পর এদিন সকালেও চার্চে প্রার্থনা অনুষ্ঠিত হয়। মানুষের জন্য খুলে দেওয়া হয় গির্জার দরজা। বড়দিন উপলক্ষে সেজে ওঠা গির্জায় ভিড় জমান বহু মানুষ। নানা বয়সের ভিড়। খ্রিস্টধর্মাবলম্বীরা ছাড়াও অন্যান্য মানুষজন এদিন বাতি জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রভু যীশুকে।

Like Us On Facebook