ভ্যাকসিনের টোকেন বিভ্রাটে দুর্গাপুরের কাঁকসার পানাগড় ব্লক স্বাস্থ্য কেন্দ্রে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হল। স্বাস্থ্যবিধি শিকেয় তুলে করোনার ভ্যাকসিন নিতে আসা মানুষজন ব্যাপক ভিড় জমালেন। স্বাস্থ্যকেন্দ্র থেকে দেওয়া টোকেন নম্বর অনুযায়ী কখন কার টিকা হবে তা নিয়ে কোনোরকম তথ্য না মেলায় ব্যাপক ভিড় জমে যায় পানাগড় ব্লক স্বাস্থ্য কেন্দ্রে।
ভ্যাকসিন নিতে আসা মানুষের অভিযোগ, ভোর থেকে লাইনে দাঁড়িয়ে নম্বর অনুযায়ী টোকেন দেওয়া হচ্ছে, কিন্তু কার ভ্যাকসিন কোন দিনে হবে সেই সম্পর্কে স্বাস্থ্য কেন্দ্রর তরফে কোনোরকম বিজ্ঞপ্তি না থাকায় সাধারণ মানুষ বিভ্রান্ত হয়ে গিয়ে প্রতিদিন ভিড় জমিয়ে ফেলছেন স্বাস্থ্য কেন্দ্রে। এতে ভোগান্তি আর সংক্রমণের আশঙ্কা দুই থাকছে। পানাগড় ব্লক স্বাস্থ্য কেন্দ্রে শুক্রবার থেকে করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়ার কাজ শুরু হয়েছে। অন্যদিকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে আজও অমিল করোনার দ্বিতীয় ডোজের ভ্যাকসিন। পুনরায় প্রথম ডোজ দেওয়ার ভ্যাকসিন কবে আসবে তা জানাতে পারলেন না হাসপাতাল সুপার ধীমান মন্ডল। তবে পানাগড় ব্লক স্বাস্থ্য কেন্দ্রের ভিড় দেখে তিনি বিষয়টি জেলার উচ্চ পদস্থ আধিকারিকদের জানানোর কথা জানালেন। শুক্রবারও দুর্গাপুর মহকুমা হাসপাতালে করোনার দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিতে এসে ফিরে যান সাধারণ মানুষ। দ্বিতীয় ডোজের সময়সীমা পার হয়ে যেতে বসায় এখন বেশ দুঃশ্চিন্তায় অনেক মানুষ। সব মিলিয়ে করোনার ভ্যাকসিন সঙ্কটে এখন দিশেহারা সাধারণ মানুষ।