তৃণমূল কংগ্রেস সরকার জনগণের সরকার। মা মাটি মানুষের সরকার। ওদের কালচার বাজে কথা বলা আমাদের নয় আমরা আমাদের ভাষায় কথা বলব। বাংলায় বিহার, উত্তর প্রদেশ, রাজস্থানের মানুষ বাস করে তাঁরা বাংলাকে নিজের বাড়ি মনে করেই এখানে থাকে। কাঁকসায় সোমবার প্রশাসনিক সভায় বিজেপির উদ্দেশ্য এভাবেই রাজস্থানে মালদহের আফরাজুলকে নির্মম হত্যা কান্ডের ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ধর্মের নামে রাজনীতি করতে, ভেদাভেদ করতে দেব না।
মুখ্যমন্ত্রী উপস্থিত জনতার উদ্দেশ্য বিজেপিকে প্রতিহত করতে বলেন, ওরা সংখ্যালঘু, আদিবাসীদের পুড়িয়ে মারে। পদ্মাবতী সিনেমা রিলিজ বন্ধ নিয়ে এক যুবকের প্রতিবাদে তাকে হত্যা থেকে গুজরাটের দলিতদের পিটিয়ে মারা প্রসঙ্গ টেনে বিজেপি থেকে আদিবাসীদের সতর্ক থাকতে বলেন, ওদের কখনও কাছে নয়, দুরে সরিয়ে দিন। ভাষা সংযমের প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মণ্ডলকেও একহাত নেন। ভাষা সংযমের জন্য শেষ বারের মত বলছি বলে সতর্ক করেন মুখ্যমন্ত্রী এদিন। মুখ্যমন্ত্রী এদিন বন্যা বিপর্যয়ে কেন্দ্রীয় সরকারের অনুদান নিয়েও দ্বিচারিতায় ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার বন্যার ক্ষয়ক্ষতির পর আসাম, বিহারকে প্যাকেজ দিল বাংলাকে বঞ্চিত করে।
বিজেপি ও কেন্দ্র সরকারের পাশাপাশি সোমবার সিপিএমকেও একহাত নেন মুখ্যমন্ত্রী। সিপিএমের নাম না করে অভিযোগ তুলে বলেন পূর্বের শাসক ৪০ হাজার কোটি টাকা ঋণ করে চলে গেছে। দেনা শোধ করতে গিয়ে সব চলে যাচ্ছে। মুখ্যমন্ত্রী চাকরির পরিসংখ্যান তুলে ধরে বলেন ৮১ লক্ষ যুবক-যুবতী চাকরি করে দিয়েছি। এর মধ্যে ১ লক্ষ সিভিক ভলান্টিয়ারের চাকরি হয়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। কন্যাশ্রী, সবুজশ্রী, স্বাস্থ্যসাথী প্রকল্পের সাফল্য তুলে ধরেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর বলেন, কন্যাশ্রী আজ বিশ্বে প্রসংশিত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন পশ্চিম বর্ধমান জেলার আসানসোল, রানীগঞ্জ, পান্ডবেশ্বর, দুর্গাপুর-ফরিদপুর, দুর্গাপুর শিল্পাঞ্চল ও কাঁকসার এক গুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন। এদিনের মুখ্যমন্ত্রীর সভাকে ঘিরে জনপ্লাবন হয় কাঁকসায়।
একই সঙ্গে বন্যা নিয়ন্ত্রণে ২৬৬৮ কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করেন। তাছাড়া রানীগঞ্জের নুনিয়া নদী ও কাঁকসায় অজয় নদীর উপর সেতু নির্মাণ, জামুড়িয়ায় ধ্বসে ক্ষতিগ্রস্তদের জন্য ৪৫ হাজার মানুষকে বাড়ি, মাতৃযান প্রকল্পে ১১টি অ্যাম্বুলেন্স সহ আরও অনেক প্রয়োজনীয় পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।