সুক্রিয় চক্রবর্তী

মাধ্যমিকে সাফল্য না এলেও এবার উচ্চ মাধ্যমিকে জোড়া সাফল্য এল বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের। উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় তৃতীয় ও পঞ্চম স্থান অধিকার করল স্কুলের দুই ছাত্র। স্কুলের এই সাফল্যে খুশি স্কুলের ছাত্র, অভিভাবক থেকে শিক্ষক মহল। বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের সুক্রিয় চক্রবর্তী ৪৯৪ (৯৮.৮%) নম্বর পেয়ে তৃতীয় স্থান এবং পুষ্পেন্দু খাঁ ৪৯১ (৯৮.২%) নম্বর পেয়ে মেধা তালিকায় পঞ্চম স্থান দখল করেছে।

জানা গেছে, সুক্রিয় আইসিএসই পরীক্ষায় ৯৮.৮ শতাংশ নম্বর পেয়ে রাজ্যে দ্বিতীয় স্থান আধিকার করেছিল বর্ধমানের সেন্ট জের্ভিয়াস স্কুল থেকে। এরপর সে বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলে একাদশ শ্রেণিতে ভর্তি হয়। সুক্রিয়র বা‌ড়ি নদীয়ার কল্যাণীতে হলেও তার মা ও বাবা চাকরিসূত্রে বর্ধমানের কালীবাজারে থাকেন। সুক্রিয় ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে ভর্তি হয়ে গবেষণা করতে চায়। অন্যদিকে পুষ্পেন্দু ডাক্তার হতে চায় বলে জানিয়েছে।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

পুষ্পেন্দু খাঁ