পানাগড়ের শিল্পতালুকে রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের (এইচপিসিএল) এলপিজি বটলিং প্ল্যান্ট নির্মাণের কাজ চলছে জোর কদমে। বছরে ২৫০ হাজার মেট্রিক টন ক্ষমতা সম্পন্ন এই বটলিং প্ল্যান্ট এশিয়ার মধ্যে বৃহত্তম হবে। দৈনিক ৭৫০০০ সিলিন্ডার বটলিং করা যাবে এই প্ল্যান্টে।
পানাগড়ের শিল্পতালুকে প্রথমিকভাবে ৭৫ একর জায়গার উপর এই বটলিং প্ল্যান্টটি নির্মাণের কাজ চলছে জোর কদমে। প্রয়োজনে সম্প্রসারণের জন্য জমিও নিয়ে রেখেছে এইচপিসিএল। এই বছর সেপ্টেম্বর মাসের মধ্যে প্ল্যান্ট নির্মাণের কাজ সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে। প্ল্যান্ট নির্মাণের কাজ সম্পূর্ণ হলে উৎপাদন প্রক্রিয়া শুরু হবে। আগামী বছরের মার্চ থেকে পুরোদমে উৎপাদন শুরু হয়ে যাবে বলে আশা করছে সংস্থা। উৎপাদন শুরু হলে এই প্ল্যান্ট থেকে পূর্ব ভারতের ১২ লক্ষ গ্রাহককে রান্নার গ্যাস সরবরাহ করা সম্ভব হবে। সেই সঙ্গে পূর্ব ভারতে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনাকে সফল করতে এই প্ল্যান্ট যথেষ্ট কার্যকরী ভূমিকা নেবে।
প্রাথমিক ভাবে এই বটলিং প্ল্যান্টে প্রায় ২০০ কোটি টাকা বিনিয়োগ করছে এইচপিসিএল। আগামী পাঁচ বছরে এই প্ল্যান্টকে ঘিরে প্রায় ৫০,০০০ কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। আইওসির রাজ্যে কল্যানী, হলদিয়া ও দুর্গাপুরে বটলিং প্ল্যান্ট থাকলেও এইচপিসিএলের এশিয়ার বৃহত্তম এই বটলিং প্ল্যান্ট নির্মাণকে ঘিরে শিল্পতালুক পানাগড় ফের শিল্পের মন্দা দশা কাটিয়ে নতুন অন্যান্য শিল্পের স্বপ্ন দেখছে। সার ও সিমেন্ট কারখানায় সুযোগ না মেলা পানাগড়ের মানুষ ও স্থানীয় যুবকরা কর্মসংস্থানের ক্ষেত্রে আশাবাদী হয়ে উঠেছেন রাষ্ট্রায়ত্ত সংস্থার বৃহত্তম এই বটলিং প্ল্যান্টকে ঘিরে।