কাঁকসা থানার বান্দরা গ্রামে শ্বশুরবাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক গৃহবধূর। শ্বশুরবাড়ির নির্যাতনের জেরেই মৃত্যুর অভিযোগ করল মৃতার বাবা। জানা গেছে, গত ২৯ নভেম্বর অগ্নিদগ্ধ অবস্থায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় রিতা বাগদীকে(২৫)। বাপের বাড়ির লোকের অভিযোগ, ১০ বছর আগে কাঁকসার বান্দরা গ্রামের বাসিন্দা মকরা বাগদীর সঙ্গে বিয়ে হয় বুদবুদের মাড়ো গ্রামের রিতার। তাদের ৮ ও ৬ বছরের দুটি মেয়ে আছে।
অভিযোগ, বিয়ের ৫ বছর পর থেকে নানা অছিলায় নির্যাতন শুরু করে স্বামী। সম্প্রতি স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্কের কথা জানতে পারায় নির্যাতনের মাত্রা আরও বৃদ্ধি পায়। গত ২৫ নভেম্বর এই নিয়ে বচসার জেরে স্বামী গায়ে কেরোসিন তেল ঢেলে রিতাকে পুড়িয়ে দেয় বলে অভিযোগ রিতার বাবার। তাকে প্রথমে দুর্গাপুর মহকুমা হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে বর্ধমান হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকেরা। সেখানেই চিকিৎসা চলাকালীন শুক্রবার ভোরে মৃত্যু হয় রীতার। পরিবারের তরফে কাঁকসা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। অভিযোগের পরিপেক্ষিতে পুলিশ স্বামী মকরা বাগদীকে গ্রেপ্তার করেছে।