এক গৃহবধূর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গৃহবধূর পরিবার ও গ্রামবাসীরা ওই গৃহবধূর স্বামীর শাস্তির দাবিতে পথ অবরোধে সামিল হলেন। সোমবার দুপুরে আসানসোল-চিত্তরঞ্জন রোডে সালানপুরের শবনপুরের কাছে পথ অবরোধ করা হয়।
জানা গেছে, রবিবার সালানপুরের আছড়া গ্রামে শ্বশুরবাড়িতে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় পূজা ধীবরের। এরপর ওই বধূর বাবার বাড়ির লোকেরা রবিবার রুপনারায়নপুর ফাঁড়িতে গিয়ে গিয়ে বিক্ষোভ দেখান স্বামীর শাস্তির দাবিতে। অভিযোগ পেয়ে পুলিশ মৃতার স্বামীকে আটক করে। সোমবার দুপুরে পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। তা দেখতে পেয়ে পূজা ধীবরের পরিবারের লোকেরা ও গ্রামের মানুষজন পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ শুরু করে। মৃতার স্বামী সহ দোষীদের গ্রেফতারের দাবি জনান বিক্ষোভকারীরা। বিক্ষোভের জেরে আসানসোল-চিত্তরঞ্জন রোডে বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে বিক্ষোভকারীদের পুলিশ আশ্বস্ত করলে অবরোধ উঠে যায়।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?