কালীপুজোর প্রাক্কালে চোলাইয়ের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে চোলাই উদ্ধার করেছে পুলিশ। চোলাইয়ের কারবারে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় ভাতাড়ের বসতপুরে একটি চোলাইয়ের কারখানায় হানা দিয়ে প্রায় ২৫০ লিটার চোলাই বাজেয়াপ্ত করেছে ভাতাড় থানার পুলিশ। কারখানা থেকে প্রচুর পরিমাণে চোলাই তৈরির উপকরণ এবং সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে পুলিশ। চোলাইয়ের কারবারে জড়িত থাকার অভিযোগে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বর্ধমানের এগ্রিকালচার ফার্মের কাছে গোঁসাইপাড়ায় শক্তিগড় থানার পুলিশ অভিযান চালিয়ে ৬০ লিটার চোলাই বাজেয়াপ্ত করেছে। চোলাইয়ের কারবারে জড়িত থাকার অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
অন্যদিকে, বৃহস্পতিবার খণ্ডঘোষের পাঠানপাড়ায় অভিযান চালিয়ে ৩৫ লিটার চোলাই সহ ২ জনকে গ্রেফতার করেছে খণ্ডঘোষ থানার পুলিশ। পাশাপাশি জামালপুর থানার পুলিশ শেরগড়ে তপন রুইদাসের বাড়িতে হানা দিয়ে ১২০ লিটার চোলাই বাজেয়াপ্ত করেছে। চোলাই বিক্রির অভিযোগে তপন রুইদাসকে গ্রেফতার করেছে পুলিশ।