রাজ্যে বিজেপির শক্তি বৃদ্ধিতে ভয় পাচ্ছে কংগ্রেস, সিপিএম আর টিএমসি। কংগ্রেস নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে তৃণমূলের আঁচল ধরেছে। আর সিপিএম সরাসরি তৃণমূলের সঙ্গে গাঁটছড়া বাঁধতে না পেরে কংগ্রেসের সঙ্গে সমঝোতা করছে। বৃহস্পতিবার আউশগ্রামের সোঁয়াই গ্রামে বিজেপির আউশগ্রাম মণ্ডলের উদ্যোগে আয়োজিত একটি প্রীতি ফুটবল ফাইনাল ম্যাচের উদ্বোধন করতে এসে একথা বলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

এদিন তিনি রাজ্য সরকারী কর্মচারীদের ডিএ প্রদান না করা এবং পে কমিশনের মেয়াদ বাড়িয়ে যাওয়া নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করে বলেন, কেন্দ্র টাকা দিচ্ছে, যাচ্ছে কোথায়? রাজ্য সরকারী কর্মীদের ন্যায্য পাওনা ডিএ দিতে না পেরে ছুটি দিচ্ছে রাজ্য সরকার। আগামী লোকসভা নির্বাচনে দুর্নীতি, রাজনৈতিক হিংসা এবং গণতন্ত্র হত্যাকেই মূল ইস্যু করে লড়াই করতে নামছে বিজেপি বলে এদিন তিনি জানিয়ে যান।

Like Us On Facebook