শনিবার রাতে ফের অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে চোলাই মদ ও মদ তৈরির কাঁচামাল উদ্ধার করেছে পূর্ব বর্ধমান জেলা আবগারি দফতর। একজনকে গ্রেফতার করা হয়েছে।
পূর্ব বর্ধমান জেলা আবগারি সুপার গৌতম পাখরিন, সদর ওসি শশীভূষণ তেওয়ারির নেতৃত্বে ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে হয় এই অভিযান। ওসি শশীভূষণ তেওয়ারি জানিয়েছেন, বর্ধমানের বিজয়রাম ও নতুনগঞ্জ পাশিখানা এলাকায় অভিযান চালানো হয়। এদিনের এই অভিযানে প্রায় ২৩০ লিটার চোলাই উদ্ধার হয়েছে। নষ্ট করা হয়েছে প্রায় ৫৬০০ লিটার চোলাই তৈরির উপকরণ। অবৈধ কারবারে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে খুদু দাস নামে এক ব্যক্তিকে। এছাড়াও আটক করা হয়েছে ১৫ টি হাঁড়ি, ১২৫ কেজি গুড়, ১৫ কেজি বাকড়।
Like Us On Facebook