বাস কন্ডাক্টরের সততায় ২৪ হাজার টাকা ও প্রয়োজনীয় নথিপত্র সহ ফেলে যাওয়া ব্যাগ ফেরৎ পেলেন মনসুর আলি মন্ডল। জানা গেছে পেশায় মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ মনসুর আলি মন্ডল রবিবার স্টেশন থেকে আলিশা-নবাবহাট রুটের এক মিনিবাসে ওঠেন। ভুলবশত বাসের মধ্যেই ব্যাগ ফেলে রেখে কেশবগঞ্জ চটিতে নেমে যান তিনি। বাসের মধ্যে ফেলে রাখা ব্যাগটি প্রথমে দেখতে পান বাস কন্ডাক্টর জানে আলম। এরপর বাসটি নবাবহাট বাসস্ট্যান্ডে পৌঁছলে তিনি ব্যাগটির ব্যাপারে জানান বাস ইউনিয়ন অফিসে এবং ব্যাগটি তিনি নিজের কাছেই রেখে দেন। অন্যদিকে বাসের মধ্যে ব্যাগটি ফেলে আসার বিষয়ে নিজের পরিচিতদের জানান মনসুর আলি মন্ডল। এরপর মনসুর আলি মন্ডল ও তার পরিচিতরা হারানো ব্যাগের ব্যাপারে মিনিবাস সংগঠনের সঙ্গে যোগাযোগ করেন। সম্পূর্ণ ঘটনা জানানো হয় তাদের। এরপরে ব্যাগটির খোঁজ করা হলে ওই হারানো ব্যাগটি নিজের কাছেই রেখে দিয়েছেন বলে জানান বাস কন্ডাক্টর জানে আলম। তারপর সমস্ত তথ্য যাচাই করে কাউন্সিলর তথা ইউনিয়ন নেতা সেলিম খানের তত্ত্বাবধানে হারানো ব্যাগ তুলে দেওয়া হয় মনসুর আলি মন্ডলের হাতে। সেলিম খান বলেন, ‘কন্ডাক্টর জানে আলমের সততা প্রমাণ করলো সমাজে এখনও সৎ মানুষের অভাব নেই। হারিয়ে যাওয়া ব্যাগটি ব্যাগের মালিককে ফিরিয়ে দিতে পেরে আমরাও খুশি।’ সকলেই বাস কন্ডাক্টর খাগড়াগড়ের জানে আলমের সততায় খুশি।
Like Us On Facebook