আজ রবিবার সন্ধ্যার পর থেকে একটি মেসেজ নিয়ে মানুষের মনে আতঙ্ক তৈরি হয়েছে। বিশ্বাস অবিশ্বাসের দোলায় পড়ে মানুষ একে অন্যকে মেসেজটি পাঠাচ্ছেন। ‘পৃথিবীর দিকে ধেয়ে আসছে ক্ষতিকর মহাজাগতিক রশ্মি। আজ রাত ১২.৩০ মিনিট হতে রাত ৩.৩০ মিনিট পর্যন্ত মোবাইল বন্ধ রাখুন।’ এমন খবরটি আসলে একটি গুজব।
“আজ রাত ১২.৩০ টা থেকে ৩.৩০ পর্যন্ত আপনার ফোন, মোবাইল, ট্যাব বন্ধ রাখুন এবং শরীর থেকে দূরে রাখুন। সিঙ্গাপুর টেলিভিশন এই খবরটি জানিয়েছে। অনুগ্রহ করে আপনার পরিবারের লোক ও বন্ধুদের জানান। আজ রাত্রি ১২.৩০ টা থেকে ৩.৩০ পর্যন্ত আমাদের পৃথিবী খুব উচ্চ ক্ষমতা সম্পন্ন মহাজাগতিক রশ্মির সম্মুখীন হবে যা আমাদের পৃথিবীর খুব কাছ দিয়ে যাবে। তাই আপনার ফোন বন্ধ রাখুন। আপনার ফোন শরীরের কাছে রাখবেন না – এতে আপনার মারাত্মক ক্ষতি হতে পারে। খবরটি যাচাই করার জন্য গুগল ও নাসার বিবিসি নিউজ চ্যানেল দেখুন। এই বার্তাটি আপনার প্রিয়জনদের পাঠান। “
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বা হোয়টস অ্যাপে আজ হয়ত আপনি এরকম কোন মেসেজ পেয়েছেন। এবং সেটা বিশ্বাস করে আতঙ্কিত হয়ে মেসেজটি প্রিয়জনকে ফরোয়ার্ডও করেছেন। কিন্তু এটা গুজব ছাড়া কিছু নয়। গত ৯-১০ বছর ধরে বিভিন্ন সময়ে এই ধরনের মেসেজ দিয়ে গুজব ছড়ানো হচ্ছে। বাস্তবে এই মেসেজটির কোনো সত্যতা নেই।