খনির পরিবহণের গাড়ি বন্ধ করে বিক্ষোভে সামিল হলেন হিন্দ মজদুর সভার (এইচএমএস) সমর্থকরা। ঝাঁজরা কোলিয়ারির ঘটনা। প্রায় দু’ঘন্টা চলে বিক্ষোভ।
বৃহস্পতিবার এইচএমএস শ্রমিক সংগঠনের সমর্থকরা ঝাঁজরা কোলিয়ারির পরিবহণের গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন। সংগঠনের অভিযোগ, খনির কয়লা বোঝাই গাড়িগুলিতে ওভারলোডিং হওয়ার ফলে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। গাড়িগুলি জনবহুল এলাকা দিয়ে বেপরোয়াভাবে চলাচল করায় বাড়ছে দুর্ঘটনা। সংগঠনের নেতাদের দাবি, খনির কয়লা বোঝাই গাড়িগুলিতে ওভারলোডিং বন্ধ করতে হবে এবং গাড়িগুলি যেন নিয়ম মেনে চলাচল করে। প্রায় দু’ঘন্টা পর খনি কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ ওঠে।
Like Us On Facebook