খড় বোঝাই চলন্ত ট্রাকে আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমানের সেহারাবাজারে। পুলিশসূত্রে জানা গেছে, দুটো বাসের রেষারেষির মধ্যে ট্রাকটি বাস দুটিকে সাইড দেওয়ার সময় রাস্তা থেকে কিছুটা নেমে গেলে ইলেকট্রিক তারে ঘষা খেলে ট্রাকে বোঝাই খড়ে আগুন লাগে। ড্রাইভার ট্রাকটিকে বাঁচাতে রাস্তার পাশে জলাশয়ে ট্র্যাকটি নামিয়ে দেয়। ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন একটি খড় বোঝাই ট্রাক আরামবাগের দিক থেকে বর্ধমানের দিকে আসছিল। আসার পথে সেহারাবজার ঢোকার আগে শ্রীধর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় রেষারেষি করে আসা দুটি বাসকে সাইড দিতে গিয়ে ট্রাকটি রাস্তা থেকে কিছুটা নেমে গেলে বৈদ্যুতিক তারে ঘষা লাগে। তারের শর্ট সার্কিট থেকে আগুনের ফুলকি খড়ের উপর পড়লে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ট্রাকে। স্থানীয়রা ব্যাপারটি চালকের নজরে আনলে তিনি দেখেন ট্রাকে বোঝাই খড় দাউদাউ করে জ্বলছে। সঙ্গে সঙ্গে চালক রাস্তার পাশের নয়ানজুলিতে ট্রাকটিকে নামিয়ে দেওয়ার চেষ্টা করলে ট্রাকটি নয়ানজুলিতে উল্টে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও দমকলের একটি ইঞ্জিন। দমকলকর্মীরা এসে আগুন আয়ত্তে আনে। হতাহতের কোন খবর নেই।