বৃদ্ধাশ্রমের আবাসিকদের এক দিনের জন্য দত্তক নিয়ে তাঁদের সঙ্গে দিনভর খাওয়া দাওয়া ও আনন্দ করে কাটালেন আসানসোলের হিমোফিলিয়া আক্রান্ত সুশান্ত মুখোপাধ্যায়। নিজের শারিরীক অসুস্থতা সত্বেও বন্ধুদের সহায়তায় দীর্ঘদিনের এই ইচ্ছাকে বাস্তবায়িত করলেন সুশান্তবাবু।
কুলটির মিঠানী গ্রামের বাসিন্দা সুশান্ত মুখোপাধ্যায় জন্মগত ভাবে হিমোফিলিয়া রোগে আক্রান্ত। আয়ের উৎস বলতে নিজের ছোট্ট একটি দোকান। নিজের অসুস্থতা সত্বেও বৃদ্ধাশ্রমের আবাসিকদের পাশে একটা দিন থাকার ইচ্ছা হয় সুশান্তবাবুর। এরপরই হীরাপুরের প্রান্তিক বৃদ্ধাশ্রমের আবাসিকদের একদিনের জন্য দত্তক নেবেন বলে ঠিক করেন। আর্থিক অস্বচ্ছলতা সত্বেও এই ইচ্ছাকে বাস্তবায়িত করতে সাহায্য চান বন্ধুদের কাছে। বন্ধুরাও সাহায্যের হাত বাড়িয়ে দেন।
মঙ্গলবার সুশান্তবাবু ও তাঁর বন্ধুরা হীরাপুরের প্রান্তিক বৃদ্ধাশ্রমের আবাসিকদের একদিনের জন্য দত্তক নিয়ে সকাল থেকে তাঁদের খাওয়া দাওয়া সহ গান বাজনার মধ্য দিয়ে আনন্দ দিলেন। বৃদ্ধাশ্রমের আবাসিকরাও সুশান্তবাবুর এই উদ্যোগে খুশি হয়ে তাঁর শারিরীক সুস্থতা কামনা করেন।