সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ পানাগড়ের পেপসি কারখানার সামনে একটি যাত্রীবোঝাই এসবিএসটিসি বাস ও ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে মৃত ২, আহত অন্তত ১৫। স্থানীয় সূত্রে জানা গেছে, ২নং জাতীয় সড়কে পানাগড়ের পেপসি কারখানার সামনে কলকাতা থেকে পুরুলিয়াগামী একটি এসবিএসটিসি বাস হঠাৎ করে লেন পরিবর্তন করতে গেলে উল্টোদিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষে ডাম্পারের চালক ও খালাসি সহ অন্তত ১৫ জন বাসযাত্রী আহত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বুদবুদ থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় মানুষজন আহতদের উদ্ধার করে দুর্গাপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় দুজনের মৃত্যু হয়। মৃতরা হলেন, আসানসোল রেলপাড়ের বাসিন্দা সৈকত দাস ও কলকাতার ডায়মণ্ড হারবারের বাসিন্দা প্রদীপ অধিকারি। বিভিন্ন হাসপাতাল সুত্রে জানা গেছে, আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, সরকারি বাসটির চালক দ্রুত গতিতে হঠাৎ করে লেন পরিবর্তন করায় এই দুর্ঘটনা ঘটেছে। সংঘর্ষের তীব্রতায় বাসটির বডি ভেঙে গুঁড়িয়ে যায়। অনেক বাসযাত্রীকে জানালা দিয়ে ঝুলতে দেখা যায়। আহত এক বাসযাত্রী জানান, হঠাৎ প্রচণ্ড এক শব্দ হয় এবং তারপর দেখি আমার সহযাত্রীদের অনেকেই রক্তাক্ত অবস্থায় ছটফট করছেন।

 

Like Us On Facebook