স্কুল যাওয়ার পথে দুই যুবকের হাতে হেনস্থার শিকার হয়ে দশম শ্রেণির এক ছাত্রী অপমানে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করল। ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কাঁকসার বামনাবেড়া গ্রামে। অসুস্থ হয়ে পড়ায় দশম শ্রেণির ওই ছাত্রীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযোগ, কাঁকসার আমলা জোড়া উচ্চ বিদ্যালয়ের দশম‌ শ্রেণির ওই ছাত্রীকে প্রতিদিন স্কুল যাবার পথে উত্যক্ত করত তুষার ঘোষ ও অক্ষয় ঘোষ নামে স্থানীয় দুই যুবক। শুক্রবার ওই যুবকদের হাতে হেনস্থার শিকার হয়ে বাড়ি ফিরে ওই ছাত্রী বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। ছাত্রীটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে ওই ছাত্রীর বাবা মেয়ের হেনস্থাকারীদের শাস্তির জন্য কাঁকসা থানায় একটি অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযুক্ত তুষার ঘোষ ও অক্ষয় ঘোষকে গ্রেফতার করেছে বলে জানা গেছে।

Like Us On Facebook