তালিত রেল স্টেশনে নব নির্মিত গুডস শেডে মাল খালাসের নিয়ন্ত্রণ নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে এক যুবককে পিটিয়ে মারার ঘটনা ঘটল। মৃত যুবকের নাম শেখ আলমগীর (২২)। বাড়ি বর্ধমান থানার শিবপুর দিঘিরপাড় এলাকায়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুলিশ পিকেট বসানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকমাস আগে বর্ধমান থেকে গুডস শেড তালিতে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তারপর থেকেই মালবাহী ট্রেন থেকে মাল খালাসের জন্য শ্রমিক সরবরাহ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বিরোধ শুরু হয়। শুক্রবার সকালে ফের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে এবং বোমাবাজি শুরু হয়। সেই সময় আলমগীর পালাতে গেলে অপর গোষ্ঠীর লোকজন তাঁকে ধরে ফেলে। তাঁকে বেধড়ক মারধর করা হয়। পুলিশ জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে ভর্তি করে। এর কিছুক্ষণ পরেই আলমগীর মারা যান।