দুই গোষ্ঠীর মধ্যে কোন্দলকে ঘিরে ব্যাপক বোমাবাজি, গাড়ি ভাঙচুরের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল গলসি-১ ব্লকের ঘাগড়া গ্রাম। ঘটনায় সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে। গলসি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের আগে থেকেই দুই গোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব চলছিল। শুক্রবার রাতে সেখ আবু সালামকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। শুক্রবার রাত থেকেই উত্তপ্ত হতে থাকে এলাকা। শনিবার ভোর থেকে দুই গোষ্ঠীর সেই দ্বন্দ্ব চরমে উঠলে দুই পক্ষই একে অপরের উপর বদলা নিতে প্রস্তুতি শুরু করে। ফলে এলাকায় ব্যাপক বোমাবাজি শুরু হয় এবং গাড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় শনিবার দুপুর থেকে গলসি-১ ব্লকের ঘাগড়া গ্রাম উতপ্ত হয়। জানা গেছে, এদিনের ঘটনায় সাত জন আহত হয়। যদিও গলসি-১ ব্লক সভাপতি জাকির হেসেনের জানান, ঘটনার সঙ্গে গোষ্ঠীদ্বন্দ্ব বা রাজনীতির কোন সম্পর্ক নেই। পারিবারিক কারণেই এই বিবাদ। বোমাবাজির ঘটনা নিন্দনীয়।