মাস্ক এবং হেলমেট পড়ে বাইক চালালেই মিলল ১ লিটার পেট্রোল বিনামূল্যে, পাশাপাশি সাম্প্রতিকতম গাছ লাগানোর ছবি দেখাতে পারলে মিলল ১ লিটার করে সরষের তেল। ট্রাফিক নিয়মকে পালনে জনমানষে আগ্রহ সৃষ্টির জন্য অভিনব উদ্যোগ নিল এবার মেমারির পাল্লারোড পল্লীমঙ্গল সমিতি।

সোমবার বিকালে বর্ধমান শহরের সাধনপুর এলাকায় সমিতির উদ্যোগে পথচলতি হেলমেট এবং মাস্ক পরিহিত বাইক-স্কুটার চালকদের দেওয়া হল বিনামূল্যে ১লিটার পেট্রোল। আর নিজের হাতে গাছ বসানোর সাম্প্রতিক ছবি দেখাতে পারলেই সঙ্গে দেওয়া হল ১ লিটার করে সরষের তেলও একদম বিনামূল্যে। সেফ ড্রাইভ সেভ লাইফের বার্তা দিতে সরকার তথা জেলা প্রশাসনের পক্ষ থেকে লাগাতার প্রচার চালানো হচ্ছে। একইসঙ্গে করোনাকালে মাস্ক পড়া যে অত্যন্ত জরুরী সেই বিষয়েও প্রচার করা হচ্ছে প্রতি মূহূর্তে। কিন্তু তারপরেও অনেকেই হেলমেট ছাড়াই যেমন বাইক নিয়ে চলাচল করছেন, তেমনই মাস্ক ছাড়াও রাস্তায় বের হচ্ছেন। আর এদিন এই দুইয়ের প্রতি মানুষের আগ্রহ সৃষ্টি করতেই পল্লীমঙ্গল সমিতির পক্ষ থেকে এই উদ্যোগে রীতিমত সাড়া ফেলল বর্ধমান শহর জুড়ে।

Like Us On Facebook