জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই বাইক চালকের। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটে ২ নম্বর জাতীয় সড়কে বর্ধমানের জোতরামের জামতলা এলাকায়। মৃত দুই ব্যক্তির নাম বোরহান মন্ডল ও চন্দন দত্ত। ঘটনার জেরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে জাতীয় সড়কের দুর্গাপুরমুখী লেন। পরে পুলিশ এসে পরিস্থিতির সামাল দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন দুপুরে জাতীয় সড়কের বর্ধমানের জোতরামের জামতলা এলাকায় বাইক নিয়ে রাস্তা পারাপার করার সময় কলকাতা থেকে আসানসোলগামী একটি বেসরকারি এসি বাস দুই বাইক চালককে ধাক্কা মারলে দু’জনেই ঘটনাস্থলে মারা যান। সিভিক পুলিশ থাকা সত্বেও ওই জায়গায় বারবার দুর্ঘটনা ঘটায় উত্তেজিত মানুষজন ক্ষোভে ফেটে পড়ে জাতীয় সড়ক অবরোধ করেন। যান চলাচল বন্ধ হয়ে যায় জাতীয় সড়কের একটি লেনে। অবরোধের জেরে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়। পরে শক্তিগড় থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ বাসটিকে আটক করেছে।
বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?