আসন্ন দুর্গাপুজোয় পরিবেশ বান্ধব পুজোগুলিকে রাজ্য পরিবেশ দফতরের পক্ষ থেকে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করা হল। একইসঙ্গে কলকাতা সহ জেলায় জেলায় কারা কারা এই নির্বাচন কমিটিতে থাকবেন তা নিয়েও সরকারিভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করা হল।
পূর্ব বর্ধমান জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবছর দুর্গাপুজোয় পুজো উদ্যোক্তাদের জন্য প্রতিটি জেলা থেকে ৩টি করে পুজো কমিটিকে ‘গ্রিন পুজো’ পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য পরিবেশ দফতর। জেলার ক্ষেত্রে প্রথম পুরস্কার ৩০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ২০ হাজার টাকা এবং তৃতীয় পুরস্কার হিসাবে ১০ হাজার টাকা ঘোষণা করা হয়েছে। অন্যদিকে, কলকাতার ক্ষেত্রে এই পুরস্কার ঘোষণা করা হয়েছে যথাক্রমে ১ লক্ষ টাকা, ৭০ হাজার টাকা এবং ৫০ হাজার টাকা।
জেলার ক্ষেত্রে এই পুরস্কার দেওয়ার জন্য নির্বাচক কমিটির চেয়ারম্যান করা হয়েছে জেলাশাসককে। এছাড়াও সদস্য হিসাবে থাকবেন জেলা পুলিশ সুপার অথবা তাঁর মনোনীত কোন প্রতিনিধি, একজন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিও। এছাড়াও জেলাশাসক প্রয়োজনবোধ করলে এই কমিটিতে তাঁর মনোনীত ব্যক্তিদের রাখতে পারবেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এই পুরস্কারের ক্ষেত্রে নজর রাখা হবে, শব্দ বা মাইকের ব্যবহার, পরিবেশ বান্ধব বস্তু দিয়ে প্যাণ্ডেল এবং প্রতিমা তৈরি, কোনোরকম সীসা বা রাসায়নিক রং ব্যবহার করা হচ্ছে কিনা, পুজো এলাকাকে প্ল্যাস্টিক বর্জিত করা হয়েছে কিনা, পর্যাপ্ত পরিমাণে বর্জ্য পদার্থ বা নোংরা আবর্জন ইত্যাদি ফেলার জন্য ডাস্টবিন ব্যবহার করা হচ্ছে কিনা, শৌচালয় তৈরি এবং তা সঠিকভাবে বিনষ্ট করার ব্যবস্থা করা হয়েছে কিনা, পুজো প্যাণ্ডেলে পরিবেশ বান্ধব জেনারেটর ব্যবহার করা হয়েছে কিনা প্রভৃতি বিষয় খতিয়ে দেখবে। জানা গেছে, ১৬ অক্টোবরের মধ্যে প্রতিটি নির্বাচক কমিটি এই নির্বাচন শেষ করে রিপোর্ট পাঠাবে রাজ্য দপ্তরে।