শনিবার আসানসোল ও রানিগঞ্জ পরিদর্শন করলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। শনিবার সকালে রাজ্যপাল প্রথমে আসানসোল সার্কিট হাউসে প্রশাসনিক আধিকারিক ও পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠকে আসানসোল ও রানীগঞ্জের সাম্প্রতিক ঘটনাবলীর পর প্রশাসনিক পদক্ষেপের খবর নেন।
এর পর বিজেপি’র এক প্রতিনিধি দল রাজ্যপালের সঙ্গে দেখা করে পরিস্থিতির কথা জানান। পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলার বাম ছাত্র সংগঠনের পক্ষ থেকে রাজ্যপালের সঙ্গে দেখা করে জানানো হয় উত্তপ্ত পরিস্থতির জন্য আসানসোল ও রানিগঞ্জের ২১৮ জন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী দ্বিতীয় দিন পরীক্ষায় বসতে পারে নি। তাদের পুনরায় পরীক্ষায় বসার সুযোগ করে দিতে একটি স্মারকলিপিও তুলে দেওয়া হয় রাজ্যপালকে। এরপর রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি আসানসোল ও রানিগঞ্জের অশান্ত এলাকা পরিদর্শন করেন। পরে সার্কিট হাউসে ফিরে সাংবাদিক সম্মেলনে রাজ্যপাল সকল সম্প্রদায়ের মানুষের কাছে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আবেদন জানান।