আসন্ন দুর্গাপুজোয় পুজো কমিটিগুলিকে আরও সহযোগিতা করতে রাজ্য সরকার এবার বড় ঘোষণা করল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার পুজো কমিটিগুলিকে নির্বিঘ্নে পুজো সম্পন্ন করতে অনুদান আরও দশ হাজার টাকা বাড়িয়ে দিলেন। আগের বছর অনুদান ছিল পঞ্চাশ হাজার টাকা এবার তা বেড়ে হল ষাট হাজার টাকা, সঙ্গে পুজোর দিনগুলিতে পুজো প্যান্ডেলগুলির বিদ্যুৎ বিলে পর্ষদকে আরও দশ শতাংশ ছাড় দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। আগে পুজো কমিটিগুলিকে পুজোর বিদ্যুৎ বিলে পঞ্চাশ শতাংশ ছাড় দেওয়া হয়েছিল, এবার বিদ্যুৎ বিলে ছাড় বেড়ে হল ষাট শতাংশ।
এদিন মুখ্যমন্ত্রী পুজোয় রাজ্য সরকারের ছুটির তালিকাও ঘোষণা করেন। ৩০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটির কথা ঘোষণা করেন। তাছাড়া ২৪-২৫ অক্টোবর কালীপুজো এবং ২৭ অক্টোবর ভাইফোঁটার ছুটি এবং ৩০ অক্টোবর ছট পুজোর ছুটি ও ঘোষণা করেন। তাছাড়া ১ সেপ্টেম্বর কলকাতা সহ রাজ্যের সমস্ত জেলায় একই সময়ে ইউনেসকোকে শুভেচ্ছা জ্ঞাপন করে পুজো কমিটি ও স্থানীয় মানুষদের সঙ্গে নিয়ে কার্নিভাল মিছিল আয়োজন করার নির্দেশ দেন সমস্ত জেলাশাসক, পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের। এবং ৭ অক্টোবর জেলার পুজোর প্রতিমা বিসর্জন এবং কলকাতার ৮ অক্টোবর বির্সজন করার নির্দেশ দেন। পুজো কমিটি ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে সোমবার দুপুরে ভার্চুয়াল প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইসব ঘোষণা করেন। এদিন দুর্গাপুরের সৃজনী সভাঘরে দুর্গাপুরের প্রশাসনিক আধিকারিকরা ও পুজো কমিটিগুলি মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল মিটিংয়ে যোগদান করেন।