পান্ডবেশ্বরের খোট্টাডিহি কোলিয়ারি এলাকায় এক স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি চালালে গুরুতর জখম হন ওই ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে বুধবার রাত ৮ টা নাগাদ। গুরুতর আহত ওই স্বর্ণ ব্যবসায়ীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দুর্গাপুরের গান্ধী মোড়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গুলিবিদ্ধ ওই স্বর্ণ ব্যবসায়ীর নাম মনোজ বার্মা (৪৫)। আপাতত ওই স্বর্ণ ব্যবসায়ীর অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

জানা গেছে, মনোজবাবু যখন বুধবার রাতে দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তখন খোট্টাডিহির একটি ফাঁকা এলাকায় কয়েকজন দুষ্কৃতী বাইকে করে এসে মনোজবাবুর পথ আটকে এলোপাতাড়ি গুলি চালিয়ে চম্পট দেয়। এরপরেই মনোজ বার্মা মাটিতে লুটিয়ে পড়েন। একটি গুলি লাগে ওই ব্যবসায়ীর গলায়। খবর পেয়ে মনোজবাবুর পরিবারের লোকজন ছুটে যান এবং মনোজ বার্মাকে উদ্ধার করে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে বলে জানা গেছে।


Like Us On Facebook