বিয়ে বাবদ প্রাপ্ত দেন মোহরের টাকা গরীব ছাত্র-ছাত্রীদের পড়াশোনার খাতে বিলিয়ে দিলেন সদ্য বিবাহিত দুই দম্পতি নাজনিন শবনম এবং রাকেশ খান। বৃহস্পতিবার নাজনিন শবনম তাঁর সংস্থা বর্ধমান গ্রীণ হণ্টারের হাতে এই দেন মোহরের অর্থ তুলে দেন।
উল্লেখ্য, প্রতিবছরই তিনি এই গ্রীণ হণ্টারের মাধ্যমে সরস্বতী পুজোর সময় গরীব, দুঃস্থ ছাত্র-ছাত্রীদের হাতে তিনি বিভিন্ন পড়াশোনার সামগ্রী তুলে দেন। বৃহস্পতিবার তারই অঙ্গ হিসাবে ক্ষেতিয়া আদিবাসীপাড়া, পালিতপুর আদিবাসী পাড়ার বস্তি এলাকায় ছাত্র-ছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হল সংস্থার পক্ষ থেকে। উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি বিয়ে হয় নাজনীন শবনমের। এই বিয়ে উপলক্ষ্যে যে আমন্ত্রণ কার্ড দেওয়া হয় সেই কার্ডে গাছ বাঁচান, জল বাঁচান, পৃথিবী বাঁচান-এর শ্লোগান ছিল। ছিল নেব না পণ, দেব না পণ – এর আবেদনও।
Like Us On Facebook