.

রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের দিন ঘোষণা হতে পারে যে কোনো দিন। ইতিমধ্যেই প্রশাসনিকস্তরে জোর কদমে শুরু হয়ে গেছে ভোটের প্রস্তুতি। পূর্ব বর্ধমান জেলায় বৃহস্পতিবার থেকে আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষ্যে বিভিন্ন বুথের জন্য নিযুক্ত নির্বাচন কর্মীদের প্রশিক্ষণের কাজ শুরু হল। বৃহস্পতিবার বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ স্কুল, বর্ধমান মিউনিসিপ্যাল গার্লস স্কুল, বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস স্কুল, বর্ধমান বিদ্যার্থী বয়েজ স্কুল, বর্ধমান টাউন স্কুল এবং শিবকুমার হরিজন বিদ্যালয়ে প্রশিক্ষণের কাজ খতিয়ে দেখতে যান জেলা প্রশাসনের কর্তারা। এদিন বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস স্কুলে জেলা শাসক মহম্মদ এনাউর রহমান প্রশিক্ষণ পর্ব খতিয়ে দেখেন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১৮ ফেব্রুযারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে। ভোটকর্মীদের এই প্রশিক্ষণের পর ইভিএম এবং ভিভিপ্যাট মেশিনের প্রশিক্ষণ হবে ২৭ ফেব্রুয়ারি এবং ১ ও ২ মার্চ।

Like Us On Facebook