বিজেপির সর্বভারতীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়র প্রতি বিশ্বাস ভঙ্গের অভিযোগ তুলল ঘোষ সম্প্রদায়ের সংগঠন ঘোষ ও গাভী কল্যাণ সমিতি। রবিবার বর্ধমান জেলা পরিষদ হলে সাংবাদিকদের ডেকে এই অভিযোগ তুললেন ঘোষ ও গাভী কল্যাণ সমিতির রাজ্য সভাপতি বাপ্পাদিত্য ঘোষ। একই সাথে বিজেপি থেকে তাঁদের সমর্থন প্রত্যাহারের কথাও ঘোষণা করেন। তবে শাসকদলের প্রতি ঝোঁকার ইঙ্গিত দিলেও সরাসরি যোগ দেওয়ার কথা বলেননি।
গত জানুয়ারি মাসে প্রবল ঠান্ডায় বর্ধমানের কার্জন গেটের পাশে আমরণ অনশনে বসেন বাপ্পাদিত্য সহ সংগঠনের প্রতিনিধিরা। এর আগে ঘোষ ও গোয়ালা সম্প্রদায়ের নানা দাবি নিয়ে আন্দোলন করেন তাঁরা। কয়েকদিন পরে অসুস্থ অনশনকারীদের দাবির প্রতি সমর্থন জানাতে আসেন কৈলাস বিজয়বর্গীয়। মধ্যরাতে তাঁর হাতে অনশনভঙ্গ করেন অনশনকারীরা। রবিবার তাঁরা দাবি করেন কৈলাস বিজয়বর্গীয় সহ বিজেপি নের্তৃত্ব কোন কথাই রাখেননি। রাজ্যে তাঁরা একজন লোকসভা প্রার্থী চেয়েছিলেন। তাও দেয় নি বিজেপি। তাই তাঁরা হতাশ হয়ে সরে এলেন বিজেপির কাছ থেকে। অন্যদিকে রাজ্যের শাসকদলের নেতা-মন্ত্রীরা তাঁদের সাথে যোগাযোগ করেছেন বলে দাবি সংগঠনের। কিন্তু লিখিত প্রতিশ্রুতি না পেলে শেষ পর্যন্ত তারা ভোট বয়কটের ডাকও দিতে পারেন।