দ্রুত গতিতে চলা একটি ক্রেন পানাগড় বাজারের উপর দিয়ে যাওয়ার সময় বুধবার সকালে ২নং জাতীয় সড়কের উপর রাজ্য সরকারের কন্যাশ্রী, যুবশ্রী সহ বিভিন্ন প্রকল্পের প্রচারের একটি সুউচ্চ তোরণকে সজোরে ধাক্কা মারলে তোরণটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ক্ষয় ক্ষতি না হলেও তোরণ ভেঙে ব্যস্ততম রাস্তার উপরে পড়লে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। প্রায় দু’ঘন্টার চেষ্টায় পুলিশ ও স্থানীয় লোকজনেরা রাস্তা সাফাই করার পর ফের স্বাভাবিক হয় ২ নম্বর জাতীয় সড়ক। জানা গেছে পানাগড়ের মিত্র সংঘের সদস্যরা রাজ্য সরকারের সাফল্য তুলে ধরতে এই তোরণটি পানাগড় বাজারের ২ নং জাতীয় সড়কে তৈরি করেছিল।
Like Us On Facebook