বুদবুদের কোটা গ্রামের ডাঙাল পাড়ায় পানাগড় শিল্প তালুকের কাছে একটি ভাড়া বাড়িতে বৃহস্পতিবার সাত সকালে বিস্ফোরণ ঘটায় ওই ভাড়া বাড়ির অ্যাসবেসটসের চাল উড়ে যায়। বাড়ির দেওয়ালে ফাটল ধরে। বাড়ির দুই ভাড়াটে গুরুতর অগ্নিদগ্ধ হন। বিস্ফোরণের বিকট শব্দে ঘটনাস্থলে স্থানীয় মানুষ ছুটে আসেন। খবর দেওয়া হয় কাঁকসা থানার পুলিশকে। পুলিশ ও স্থানীয় মানুষের চেষ্টায় অগ্নিদগ্ধ দুই ভাড়াটিয়া যুবককে উদ্ধার করে রাজবাঁধের গৌরীদেবী হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, অগ্নিদগ্ধ দুই যুবকের নাম ধর্মেন্দ্র কুমার ও শম্ভু গিরি। দু’জনই বিহারের বাসিন্দা। দুই যুবকের শরীরের ৮০ শতাংশেরও বেশী পুড়ে গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণ হওয়া বাড়িতে শিল্পতালুকের কোন কারখানায় অস্থায়ী কর্মী হিসেবে কাজ করা দুই যুবক ধর্মেন্দ্র কুমার ও শম্ভু গিরি ভাড়া থাকতেন। ওই ভাড়া বাড়ির মালিক সনাতন দাস বলেন, ‘শিলিগুড়ির বাসিন্দা পেশায় ঠিকাদার সঞ্জীব পাল বেশ কিছুদিন আগে মাসিক ভাড়ায় এই বাড়িতে দু’জন যুবককে রাখেন। দুই যুবক পানাগড় শিল্প তালুকে কোন কারখানায় ঠিকায় কাজ করেন। বৃহস্পতিবার সকালে গ্যাস ওভেনে রান্না বসিয়ে তাঁরা ঘরের বাইরে চলে যান। তারপর বেশ কিছুক্ষণ পর ফের তাঁরা বাড়িতে ফিরে এসে রান্নার ওভেন নিভে যাওয়া দেখে গ্যাস ওভেনে অগ্নি সংযোগ করতেই বাড়িতে আগুন ধরে যায়।’
প্রাথমিকভাবে পুলিশ বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিকের ফলেই ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে বলে মনে করলেও গ্যাস সিলিন্ডার অক্ষত থাকা এবং বাড়ির অ্যাসবেসটসের চাল উড়ে যাওয়ায় বিস্ফোরণের কারণ নিয়ে যথেষ্ট ধন্দে পড়েছে পুলিশ ও স্থানীয় মানুষ। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে বলে জানা গেছে।