প্রতি বছরের মত এবছরও পূর্ণিমা তিথিতে রবিবার মহা ধুমধামে গণেশ পুজো হলো পানাগড় বাজারে। মূলত এটি পানাগড়ের দে পরিবারের পুজো হলেও গোটা পানাগড় এলাকার মানুষ এই পুজোয় অংশ নেন। পুজোকে ঘিরে উৎসবে মেতে ওঠেন এলাকাবাসী। পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেছে, প্রায় ১৫০ বছর আগে শুরু হয় এই পুজো। পুজোর প্রতিষ্ঠা করেন স্বর্গীয় ত্রৈলক্ষনাথ দে। ৭ পুরুষ ধরে একই ভাবে নিষ্ঠার সঙ্গে পূজিত হয়ে আসছে পানাগড় বাজারের দে পরিবারের গণেশ জিউ। প্রতি বছর মাঘী পূর্ণিমায় এই পুজো হয়। এই পুজোকে কেন্দ্র করে আনন্দে মেতে ওঠেন পরিবারের লোকজন সহ আশপাশের বাসিন্দারা। তিনদিন ধরে চলে এই পুজো, পুজোর পাশাপাশি প্রতিদিন চলে ভোগ বিতরণ।
পরিবারের সদস্যরা জানান, স্বর্গীয় ত্রৈলক্ষনাথ দে স্বপ্নাদেশ পেয়ে পুজো শুরু করেন প্রায় ১৫০ বছর আগে। এই পুজোতে গণেশের পাশাপাশি হর-পার্বতী ছাড়াও জয়া ও বিজয়ারও পুজো করা হয়। একই কাঠামোয় রয়েছে সব দেব-দেবী। হর-পার্বতীর মাথার উপরে বিরাজমান গণেশ। খুব বিরল প্রতিমা। পুজো শেষে প্রচুর ভক্তদের প্রসাদ বিতরণ করা হয়।