রাষ্ট্রপুঞ্জে কন্যাশ্রী প্রকল্পের জন্য বিরল সম্মান পাওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে নোবেল শান্তি পুরষ্কার দেওয়ার দাবি তুলল বর্ধমানের গলসি থানা এলাকার একটি জল প্রস্তুতকারী সংস্থা। মঙ্গলবারই এব্যাপারে মুখ্যমন্ত্রীকে ফ্যাক্স করে ওই কোম্পানীর কর্ণধার সফর মল্লিক তাঁর প্রস্তাব সম্পর্কে জানিয়েও দিলেন। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে তিনি জানিয়েছেন, যেভাবে কন্যাশ্রী প্রকল্পকে গোটা বিশ্বের দরবারে মুখ্যমন্ত্রী তুলে ধরেছেন, তাতে কেবলমাত্র বাংলাই নয়, গোটা ভারতবর্ষেরই শির উঁচু হয়েছে। এদিন মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিটিকেই সফর মল্লিক সুইডেনে নোবেল কমিটির কাছে পাঠানোরও আবেদন জানিয়েছেন।
এরই পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রীর কাছে একটি প্রস্তাবও রেখেছেন। মুখ্যমন্ত্রী সম্প্রতি ঘোষণা করেছেন সেফ ড্রাইভ, সেভ লাইফ। এই কর্মসূচী ঘোষণা করার পর গোটা বাংলা জুড়েই পথ দুর্ঘটনার হার অনেকটাই কমেছে। আর সেই সেফ ড্রাইভ সেভ লাইফের মতই এবার সফরবাবু মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব তুলে ধরেছেন, সেভ ওয়াটার, সেভ লাইফ বা পরিশুদ্ধ জল সুস্থ জীবন। সফরবাবু জানিয়েছেন,সম্প্রতি গোটা বাংলা জুড়েই বিশুদ্ধ পানীয় জলের নাম করে একাধিক কোম্পানী যথেচ্ছভাবে ভূগর্ভস্থ পানীয় জল তুলে তাতে জিওলিন এবং এ্যালুমিন জাতীয় রাসায়নিক দ্রব্যকে যথেচ্ছভাবেই ব্যবহার করে তা বাজারে বিক্রি করছেন। তিনি অভিযোগ করেছেন, এব্যাপারে সরকারের নির্দিষ্ট আইনও মানা হচ্ছে না। অনেক সময়ই সরকারী ওয়াটার রিসোর্স কন্ট্রোল এণ্ড রেগুলেশন দপ্তরের নিয়মকেও বুড়ো আঙুল দেখিয়ে চলেছেন। এর ফলে না জেনে বুঝে সাধারণ মানুষ ওই সমস্ত জল খেয়ে ক্রমশই নানাবিধ দূরারোগ্য রোগেও আক্রান্ত হতে চলেছেন। এরই পাশাপাশি সরকারী অনুমোদন ব্যতিরেকে এই সমস্ত কারবার চলায় সরকার তার রাজস্ব আদায় থেকেও বঞ্চিত হচ্ছেন। সফরবাবু এব্যাপারে মুখ্যমন্ত্রীকে প্রয়োজনীয় তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেবারও দাবী জানিয়েছেন।