মুখ্যমন্ত্রীর বর্ধমান আগমন উপলক্ষ্যে আচমকা বর্ধমান শহরের দুটি স্কুলে হঠাৎ ছুটি ঘোষণা করায় ছাত্র ও অভিভাবকদের হয়রানি। বুধবার সকালে বৃষ্টিতে ভিজে স্কুলে পৌঁছে ছুটির নোটিশ দেখে ছাত্র থেকে অভিভাবকদের মধ্যে ব্যাপক ক্ষোভও ছড়ালো। বুধবারই সন্ধ্যে নাগাদ পূর্ব বর্ধমান জেলায় প্রথম প্রশাসনিক বৈঠকের উদ্দেশ্যে শহরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। অন্যান্য বছরের থেকে এবারে মুখ্যমন্ত্রীর সফর বেশ কিছুটা আলাদাই। কারণ মুখ্যমন্ত্রী কয়েক ঘণ্টার জন্য প্রশাসনিক বৈঠক করে চলে যাবেন না। বরং তিনি থাকবেন প্রায় একদিন পুরো। ফলে রীতিমত প্রশাসনের ঘুম উড়েছে। তার সঙ্গে প্রশাসনিক নিরাপত্তার দোহাই দিয়ে সাধারণ মানুষও পড়েছেন মহা ফাঁপড়ে। আর এই নিরাপত্তার বেড়াজালে এবার বুধবার রীতিমত আটকে গেল বর্ধমান শহরের দুটি স্কুলের পড়ুয়ারা। মুখ্যমন্ত্রী আসবেন, তাই বর্ধমান শহরের মিউনিসিপ্যাল বয়েজ হাইস্কুল এবং হরিজন হাইস্কুলে পুলিশের ক্যাম্প করা হয়েছে। আর তাই আগাম কোনো নোটিশ ছাড়াই এই দুটি স্কুলে ছুটি দেওয়া হয়েছে। এদিকে, সোম ও মঙ্গলবার দুদিন ঈদের ছুটির পর স্বাভাবিক নিয়মেই এদিন সকালে প্রবল বৃষ্টির মধ্যেই অনেকেই কাকভেজা হয়ে বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ হাইস্কুলে আসে। কিন্তু স্কুলে এসেই তারা থমকে যায়। বাইরে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে আগামী ৩০ জুন পর্যন্ত স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী আসায় বর্ধমান থানা থেকে এই স্কুলকে পুলিশ ক্যাম্প হিসাবে ব্যবহার করার জন্যই এই ছুটি দেওয়া হয়েছে বলে নোটিশে জানানো হয়েছে।

এদিন ছেলেকে নিয়ে রীতিমত কাকভেজা হয়ে স্কুলে আসেন বর্ধমান শহরের শিয়ালডাঙা এলাকার বাসিন্দা বিধান হালদার। ক্ষোভ চেপে না রেখেই তিনি জানিয়েছেন, বিদ্যালয়ের ওয়েবসাইটেও এব্যাপারে কোনো নোটিশ দেওয়া হয়নি। স্কুল কর্তৃপক্ষের আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল। উল্লেখ্য, বুধবার সন্ধ্যা নাগাদ মুখ্যমন্ত্রী বর্ধমান শহরের কানাইনাটশাল সেচ বাংলোতে আসছেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার পুলিশ লাইন মাঠে প্রকাশ্য সভা এবং সংস্কৃতি লোকমঞ্চে প্রশাসনিক বৈঠক করবেন তিনি।

Like Us On Facebook