এ এক অন্য ভাইফোঁটা, যার মন্ত্র – গাছের ডালে দিলাম ফোঁটা, যম দুয়ারে পড়ল কাঁটা। গাছ বাঁচাতে ভাইফোঁটার দিনে অভিনব গাছফোঁটার আয়োজন করল নিয়ামতপুর ৪নং কলোনীর যুবতীরা। দূষণ কমাতে ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছ বাঁচানোর প্রয়োজনিয়তা অনুভব করে নিয়ামতপুরের নতুন প্রজন্মের তরুণীদের এই অভিনব উদ্যোগ।

নিয়ামতপুরের নতুন প্রজন্মের তরুণীরা ভাইফোঁটার দিনে গাছকে ফোঁটা দিয়ে গাছের মঙ্গল কামনা করলেন। এদিন নিয়ম রীতি মেনে বেশ কয়েকটি গাছে চন্দনের ফোঁটা দিলেন তরুণীরা। পাশাপাশি ধান দূর্বা দিয়ে প্রদীপ জ্বালিয়ে গাছকে বরণ করেন। এদিন সব ধর্মের তরুণীরা গাছে ফোঁটা দেন। এর মাধ্যমে তরুণীদের একটাই বার্তা গাছ বাঁচান জীবন বাঁচান।