বর্ধমানের গলসির জুজুটি গ্রামে মাটি খুঁড়ে উদ্ধার হওয়া মন্দির দুটি ফের পরিদর্শন করল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার একটি তিন সদস্যের প্রতিনিধি দল। দলে ছিলেন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আঞ্চলিক আধিকারিক পিকে নায়েক, সুপারিনটেন্ডেন্ট শ্রীমতি জি মহেশ্বরী ও এএসআই-এর ইস্টার্ন রিজিওন ডিরেক্টর নন্দিনি ভট্টাচার্য।

দলের সদস্যরা বৃহস্পতিবার মন্দির দুটি ঘুরে দেখেন, গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। তাঁরা বলেন, মন্দির দুটির সময়কাল চিহ্নিত করার পর প্রয়োজনে এলাকায় খননকাজ ও মন্দিরগুলি সংরক্ষণের উদ্যোগ নেবে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। পাশাপাশি কি কারণে বা কখন দামোদরের তীরে একসাথে দুটি মন্দির নির্মাণ করা হয় তাও খতিয়ে দেখা হচ্ছে। জি মহেশ্বরী জানান, আমরা পুরো এলাকাটি ঘুরে দেখলাম। বাসিন্দারা দেখলাম পুজোপাঠ শুরু করেছেন। এটা না করার অনুরোধ করলাম ওনাদের। রিপোর্ট আসার পর খননকার্য চালান হবে। তারপর সংরক্ষণের ভাবনা চিন্তা করবে দপ্তর।

Like Us On Facebook