আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস নিয়ে বর্ষাকাল। আষাঢ় কেটেছে অনাবৃষ্টিতে। শ্রাবণের প্রথম সপ্তাহেও বৃষ্টির দেখা নেই। ফলে চাষীরা ধান চাষ শুরুই করতে পারেননি এখনও। তাই বৃষ্টি কামনায় দেওয়া হল ব্যাঙের বিয়ে। পূর্ব বর্ধমানের আউসগ্রামের কল্যাণপুরে সোমবার মহা ধূমধামে ঘটা করে শাস্ত্রমতে দু’টি ব্যাঙের বিয়ে দিলেন গ্রামবাসীরা। বিয়ে ঘিরে ছিল বরযাত্রী, কনেযাত্রী, প্রীতিভোজের আয়োজন। বিয়ের পর নবদম্পতিকে গ্রামও ঘোরানো হল।
পূর্ব বর্ধমান জেলার বেশিরভাগ মানুষই কৃষি কাজের সাথে যুক্ত। কৃষি কাজের জন্য বৃষ্টির জলই তাঁদের ভরসা। কিন্তু এখনও পর্যন্ত চাষের উপযুক্ত বৃষ্টিপাত হয়নি। ফলে দুশ্চিন্তায় রয়েছেন চাষীরা। এখনও চাষীরা চাষের কাজ শুরু করতে পারছেন না। অধিকাংশ জমি অনাবাদি রয়ে গেছে। গ্রামের মানুষের বিশ্বাস দু’টি ব্যাঙের বিয়ে দিলে ঈশ্বর সন্তুষ্ট হন এবং বৃষ্টি আসে। আর সেই বিশ্বাসে ভর করেই সোমবার সকালে কল্যাণপুর গ্রামের কালীতলায় ছাদনাতলা বেঁধে জাঁকজমকের সঙ্গে ব্যাঙের বিয়ে দেওয়া হল। বিয়ে উপলক্ষে গ্রামবাসীরা চাঁদা তুলে ব্রাক্ষ্মণ ডেকে শাস্ত্র মতে বিয়ের ব্যবস্থা করেন। দুটি কোলা ব্যাঙের মধ্যে হলো সিঁদুর দান, মালা বদল। গ্রামের মধ্যেই গান বাজিয়ে সবাই আনন্দে মেতে উঠলেন। ছিল খাওয়া দাওয়ার বিরাট আয়োজন। এখন দেখার বৃষ্টি কবে আসে।