রেল এবং সেলের মধ্যে প্রীতি টি-২০ ক্রিকেট ম্যাচে জিতল রেল। রবিবার বার্নপুরের বিসিসি মাঠে আসানসোল ডিভিশনের ডিআরএম একাদশ ও ইস্কোর সিইও একাদশের মধ্যে প্রীতি টি-২০ ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়।

টস জিতে ব্যাট করতে নেমে ডিআরএম একাদশ ২০ ওভারে ৬ উইকেটে ১৭২ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ইস্কোর সিইও একাদশ ২০ ওভারে ৪ উইকেট খুইয়ে ১৫৭ রান তোলে। ডিআরএম একাদশ ১৫ রানে ম্যাচ জিতে নেয়। বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচ জিতে নেওয়ায় ডিআরএম আসানসোল পিকে মিশ্রকে ইস্কোর সিইও অনির্বান দাশগুপ্ত অভিনন্দন জানান। বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচের পর রেল এবং সেলের মধ্যে এক সমন্বয় বৈঠকের আয়োজন করা হয়। সেখানে ডিআরএম পিকে মিশ্র ইস্কোর উৎপাদিত পণ্য পরিবহণে ইস্কোর আধিকারিকদের রেলের পক্ষ থেকে সব ধরণের সহায়তার আশ্বাস দেন।

Like Us On Facebook