২ অক্টোবর দিনটি বর্ধমানবাসীর কাছে এখনও জ্বলজ্বল করছে। চার বছর আগে ২০১৪ সালের ২ অক্টোবর দিনটি ছিল মহাষ্টমী। ঘটেছিল বোমা বিস্ফোরণ। চার বছর পর এই একই দিনে কলকাতার নাগেরবাজারে বিস্ফোরণ। দিনটা সেই ২ অক্টোবর। বর্ধমানের খাগড়াগড়ের একটি বাড়িতে আইইডি বিস্ফোরণের ঘটনার দগদগে স্মৃতি এখনও মুছে যায়নি। ভুলতে চাইলেও মর্মান্তিক সেই ঘটনা ভুলতে পারছেন না বর্ধমানের বাসিন্দারা।
২০১৪ সালের ২ অক্টোবর খাগড়াগড় বিস্ফোরণে মৃত্যু হয়েছিল দু’জনের। প্রাথমিক পর্যায়ে সেই ঘটনা মামুলি মনে হলেও কয়েকদিনের মধ্যেই দেশজুড়ে তোলপাড় হয়েছিল খাগড়াগড়ের ঘটনায়। কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে এসেছিল। জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ ঘটনার তদন্তভার নেয়। বাংলাদেশি জঙ্গি সংগঠনের যোগসূত্র মেলে সেই ঘটনায়। সেই ঘটনায় এনআইএ চার্জশিট পেশ করেছে আদালতে। জঙ্গিদের অনেককেই গ্রেফতারও করেছে।