বর্ধমানের তালিতে তৃণমৃল কর্মী সেখ আলমগীরের খুনের ঘটনায় পুলিশ চারজনকে গ্রেপ্তার করল। ধৃত সাদ্দাম সেখ, রাম হাঁসদা, সেখ রহমত ও সেখ চাঁদকে শনিবার বর্ধমান আদালতে তোলা হয়। উল্লেখ্য, শুক্রবার তালিত স্টেশনের গুডস শেডের দখল নিয়ে ঝামেলা হয়। মালবাহী ট্রেন থেকে মাল খালাসের জন্য শ্রমিক সরবরাহ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বিরোধ শুরু হয়। শুক্রবার সকালে ফের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে এবং বোমাবাজি শুরু হয়। সেই সময় আলমগীর পালাতে গেলে অপর গোষ্ঠীর লোকজন তাঁকে ধরে ফেলে। তাঁকে বেধড়ক মারধর করা হয়। পুলিশ জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে বর্ধমান হাসপাতালে ভর্তি করে। এর কিছুক্ষণ পরেই আলমগীর মারা যান।
Like Us On Facebook