জেলার বন্যা পরিস্থিত নিয়ে একটি গুরত্বপূর্ন বৈঠক করলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্ত। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলার কৃষি, সেচ, প্রাণীসম্পদ বিকাশ, স্বাস্থ্য আধিকারিক সহ জেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের আধিকারিকরা। বৈঠক শেষে জেলাশাসক জানান ধীরে ধীরে জেলার বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে। প্লাবিত এলাকা থেকে জল নামছে। রায়নার গ্রাম গুলি থেকেও জল নামছে। তবে জামালপুরের প্লাবিত গ্রাম গুলি থেকে এখনো জল নামে নি। বিপর্যয় মোকাবিলা দপ্তরের টিমের পাশাপাশি প্লাবিত এলাকায় মেডিকেল টিম পৌঁছেছে। পৌছানো সম্ভব হয়েছে ত্রাণও।এখন পর্যন্ত দুটি ব্লকেই ৩১টি ত্রাণ শিবির করা হয়েছে। শিবির গুলিতে আশ্রয় নিয়েছেন প্রায় ৭২৪৫ জন আশ্রয়হীন মানুষ। খরিফ মরশুমের ধান ও সব্জী চাষে ক্ষতি হয়েছে। তবে তিনি জানান ক্ষতিগ্রস্ত কৃষকদের বীজ দিয়ে সাহায্য করা হবে। দেওয়া হবে ক্ষতিপূরণও। পাশাপাশি দ্রুত হাত লাগানো হবে রাস্তাঘাট ও বাঁধগুলির মেরামতির কাজে। জেলাপ্রশাসনের পক্ষ থেকে সমস্তরকমই সাহায্য করা হবে তাদের। ইতিমধ্যেই ওই সমস্ত এলাকাগুলির বিডিও দের ৫ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে আপতকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে।

Like Us On Facebook