পূর্ব বর্ধমানের গলসির শিড়রাই গ্রামে বোমাবাজির ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে গ্রেফতার করে ধৃতদের শুক্রবার বর্ধমান আদালতে তোলে। এলাকার দুটি গোষ্ঠীর এলাকা দখলের লড়াইয়ের জেরে বৃহস্পতিবার দফায় দফায় বোমাবাজি হয় শিড়রাই গ্রামে। ঘটনার জেরে এদিনও থমথমে এলাকা, রয়েছে পুলিশ পিকেট।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে গলসি ১ নং ব্লকের শিড়রাই গ্রাম। চলে ব্যাপক বোমাবাজি। এই ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গলসি থানার পুলিশ। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে পুলিশ কয়েক জনকে আটক করে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশি টহল চলে। জানা গেছে, এলাকায় দীর্ঘদিন ধরেই দুটি গোষ্ঠীর মধ্যে বিরোধ চলছে।
Like Us On Facebook